শুভ নববর্ষ- ১৪২৬ বাংলা

আমাদের সকলের জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে আরো একটি বছর।
শুরু হচ্ছে নতুন একটি বছরের যাত্রা।
নতুন বছরের একটু আগেই সকলকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা।
(১৪২৫ বাংলা) যাচ্ছে বছরটা হয়ত কারো কাছে ছিল খুবই আনন্দের আবার অন্যদিকে কারো কাছে হয়ত ছিল খুবই কষ্টের...।
সত্যিকার অর্থেই আমাদের সকলের জীবন আনন্দ এবং কষ্ট এই দুটো রশিতে বাঁধা!কোন কারণ বা উপলক্ষ আমাদের জন্য নিয়ে আসে অনাবিল আনন্দ আবার অনেক উপলক্ষ আমাদের কষ্টের কারণ হয়ে দাড়ায়।
একটি বছরে ৩৬৫ টা দিন।
এই ৩৬৫ টা দিনই যে আমাদের সকলের এক রকম কেটেছে এটা বললে ভুল হবে।হয়ত এই ৩৬৫ দিনের কোন দিন আমরা থেকেছি অনেক আনন্দে আবার অনেক দিন থাকতে হয়েছে খুবই কষ্টের মাঝে।
এখন গড় বিবেচনায় সুখ দুঃখের দাঁড়িপাল্লা হয়ত কারো দিকে সুখের দিকটাকে ভারি করবে আবার কারো দিকে দুঃখের দিকটাকে।
আসলে সময়ের সাথে সাথে যা একবার চলে যায় সেটা হাজার চেষ্টায়ও কখনো ফিরিয়ে আনা সম্ভব নয়।
তাই এই বছরে আমাদের মাঝে কি হয়েছে সেটা না ভেবে নতুন বছরে কি হতে পারে/ কী কী করা যায় সেটা নিয়ে চিন্তা করাটাই বুদ্ধিমানের কাজ হবে।
দুয়া করছি-
নতুন বছরটি যেন আমাদের সকলের জীবনে বয়ে আনে অনাবিল সুখ-শান্তি ও আনন্দের জোয়ার।
-সাফি

No comments

Theme images by enot-poloskun. Powered by Blogger.