এবারের ঈদ যেন হয়- সুখ, শান্তি ও সমৃদ্ধির বার্তা বাহক। -সাফি


সবার প্রতি রইলো পবিত্র ঈদুল-ফিতরের শুভেচ্ছা...
ঈদুল ফিতর___
অর্থাৎ "রোযা ভাঙার দিবস" ইসলাম ধর্মাবলম্বীদের দুটো সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের এটি একটি। দ্বিতীয়টি হলো ঈদুল-আজহা। ধর্মীয় পরিভাষায় একে ‍ইয়াউমুল জাএজ‍ (অর্থঃ পুরস্কারের দিবস) হিসেবেও বর্ণনা করা হয়েছে। দীর্ঘ এক মাস রোযা রাখা বা সিয়াম সাধনার পর মুসলমানেরা এই দিনটি ধর্মীয় কর্তব্যপালনসহ খুব আনন্দর সাথে পালন করে থাকে।

No comments

Theme images by enot-poloskun. Powered by Blogger.