সব বিষয়ের সংজ্ঞা সবার কাছে একই রকম নাও হতে পারে


ছবিটা আপনার-আমার কাছে কেবল একটি ছবি মাত্র। কিন্তু একজন বিজ্ঞানীর কাছে এটি কেবল একটি ছবিই না, হতে পারে অনেক গুরুত্বপূর্ণ কিছু। হতে পারে এটা তার সারাজীবনের অর্জনও।

ঠিক তেমনি ভাবে যে বিষয়টা আপনার কাছে স্বাভাবিক বিষয় মনে হচ্ছে, অন্য কারো কাছে এই একই বিষয়টাই স্বাভাবিক নাও হতে পারে; হতে পারে অনেক ভাবার কিছু, হতে পারে টেনশনের কিছু, এমনকি মারাত্মক ঝুকিপূর্ণও হতে পারে । 

-সাফি। 

(Sgf Safi)

No comments

Theme images by enot-poloskun. Powered by Blogger.