আমরা শুধু নিজের দিকটাই দেখতে চাই
Video From: Frontier Daily (Facebook).
Video's Caption: সন্তান স্কুলে গিয়েছে বলেছে, তার বাবা-মা বলেছেন, সমকামিতা ইসলামে হারাম। তাই তাকে বাবা-মা থেকে বিচ্ছিন্ন করে ফেলছে জার্মান প্রশাসন।
ইসলামে সমকামিতা হারাম। আমরা মুসলিম, ইসলামের আইন আমাদের জন্য চূড়ান্ত। এ ব্যপারে কোন সন্দেহ নেই।
আপনি যদি গুগলে "সমকামিতা" লিখে সার্চ করেন, বেশিরভাগ ফলাফল পাবেন বিষয়টির পক্ষে। এটি একটি ভিন্ন বিষয়।
আজকের লেখাটি যে বিষয় নিয়ে সেটা হচ্ছে, (ভিডিওর কেপশনে জার্মান প্রশাসনের একটি বিষয় বলা হয়েছে।)
আমরা কি করি জানেন? আমরা জার্মান বা, উন্নত বহির্বিশ্বের অন্যান্য দেশে বসবাসের বৈধতা চাই ঠিকই, সেদেশের সকল সুযোগ সুবিধাও নিতে চাই। কিন্তু, আমরা দায়সারা হয়ে যেতে চাই তখন, যখন সে দেশের আইন আমাদের উপর প্রয়োগ করা হয়।
আপনি সেদেশে থাকবেন, সেদেশের সুবিদা নিবেন, আরও সুবিধা কিভাবে নেওয়া যায় সেটার জন্য উদাসীন থাকবেন, সেদেশের নাগরিকত্ব চাইবেন। কিন্তু সেদেশের আইন/ বাধ্যবাধকতা মানার বেলায় সকল সমস্যা।
আপনার স্বার্থের দৃষ্টিকোণ এবং ঐ দেশের আইনের দৃষ্টিকোণের বাইরে থেকে চিন্তা করেন তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন?
No comments