খোশ আমদেদ মাহে রমজান___
শুরু হলো সংযম সাধনার অপার্থিব মাস।
খোশ আমদেদ মাহে রমজান। এসেছে আল্লাহ তা’আলার অধিক থেকে অধিকতর নৈকট্য লাভের সেরা সময়, পরকালীন পাথেয় অর্জনের অভাবনীয় মৌসুম। সিয়াম-সাধনা, ইবাদত-বন্দেগি, জিকির-আযকার এবং তাযকিয়া ও আত্মশুদ্ধির ভরা বসন্ত। মহান আল্লাহ পাক এই মাসের প্রতিটি দিবস-রজনিতে দান করেছেন মুষলধারায় বৃষ্টির মতো অশেষ খায়ের-বরকত-মাগফিরাত এবং অফুরন্ত কল্যাণ। পবিত্র মাহে রমজান আমাদের সকলের জীবনে কল্যাণ বয়ে নিয়ে আসুক এবং আমরা সকলে এই মাসের পবিত্রতা ও মর্যাদা রক্ষার জন্য সচেষ্ট হই।
_সাফি
No comments