শুরু হলো স্বাধীনতার মাস অগ্নিঝরা মার্চ।
গর্বের মাস, গৌরবের মাস, স্বাধীনতার মাস অগ্নিঝরা মার্চ।
১৯৭১ সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, তার বীজ বপণ হয়েছিল অনেক আগে থেকেই। এর মধ্যে ৫২'র ভাষা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান অন্যতম। তবে এদেশের মানুষকে যে দাবায় রাখা যাবে না তা স্পষ্ট হতে শুরু করে ৬৯ এর গণঅভ্যুত্থান এর মধ্য দিয়ে। যা চুড়ান্ত রূপ নিয়েছিল ১৯৭১ সালের মার্চ মাসে। বাঙ্গালী জাতি স্বাধীনতার জন্য চুড়ান্ত লড়াই শুরু করে অগ্নিঝরা এই মার্চ মাস থেকেই।
মহান স্বাধীনতা দিবস ও বাংলাদেশের জাতীয় দিবসের মাসে এদেশের সকল শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
-সাফি
No comments