ইন্টারনেট দুনিয়ায় কোন কিছুই শতভাগ নিরাপদ না।

[Example]

মোবাইল/ ইন্টারনেটের মধ্যে আমাদের কোন তথ্যকে নিরাপদ বলা যাবে না। (আপনার যদি ব্যাক্তিগত সার্ভার থাকে, সেটা ভিন্ন কথা)। মোবাইল/ ইন্টারনেট ব্যাবহার এখন চাইলেও আমরা ত্যাগ করতে পারব না।

যে বিষয়টা আমরা কন্ট্রোল করতে পারি সেটা হচ্ছে, নিজের তথ্য ( স্পেশালি- ছবি, ভিডিও) ইন্টারনেট দুনিয়ার বাইরে রাখা।

এখানে যদি আপনি Don't Care টাইপের চিন্তা করেন। তাহলে আপনি যখন ইন্টারনেট কানেক্টেড ফোন/ ডিভাইসে কোন ছবি, ভিডিও, বা অন্য কোন তথ্য রাখছেন, তখন মনে রাখবেন; আপনার পিছন থেকে একই জিনিস অন্য অনেকেও দেখছে। 

তারপরও যদি ওকে মনে হয়; ওকে।🤷🏻‍♂️

-সাফি




No comments

Theme images by enot-poloskun. Powered by Blogger.